শনিবার, জুলাই ২৬

লামায় জব্দ করা বালু উন্মুক্ত নিলাম দিলেন ইউএনও

বান্দরবানের লামার সরই ও আজিজনগর ইউনিয়নে জব্দ করা ২ লাখ ৬৪ হাজার ঘনফুট বালুর বিক্রির নিলাম অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সময়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন অভিযান চালিয়ে এসব বালু জব্দ করেন। বান্দরবান জেলা প্রশাসনের নির্দেশে বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় আজিজনগর ও সরই ইউনিয়নের এলাকায় ৫টি বালুর স্তুপের পাশে প্রকাশ্যে এই নিলাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নিলামে ৯ জন ব্যবসায়ি অংশ গ্রহন করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভিন্ন দুইটি অংশে ২ লাখ ৬৪ হাজার ঘনফুট বালু ৯ লাখ ৯৫ হাজার টাকা নিলামে উঠে বিক্রি হয়। ১৫% ভ্যাট ও ১০% আয়করসহ বালু বিক্রি বাবদ ১২ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা সরকারি রাজস্ব আদায় করা হয়। নিলাম বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী বাকী টাকা রবিবারের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এদিকে নিলামে দেয়া বালু পরিবহনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ২০ দিন সময় বেঁধে দেয়া হয়েছে। নিলামের নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.মঈন উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মঈনুল ইসলাম, সার্ভেয়ার মিজানুর রহমান লামা ও সরই পুলিশ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন, সরই টমটম, সিএনজি সমিতির অফিস উদ্ভোধন ও শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং আন্ধারি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version