বান্দবানের লামায় গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটক আত্নহত্যা করেছে। মিরিঞ্জা রেঞ্জের “ডেঞ্জার হিল রিসোর্টের ১২নং কটেজে বুধবার (২৩ জুলাই) রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে। বুধবার দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল থেকে লামা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ডেঞ্জার হিল রিসোর্টের মালিক আকাইদ হোসেন ফোন করে জানান তার রিসোর্টে একজন টুরিস্ট ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুনার পরে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কটেজের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করি এবং কটেজের টয়লেট এর দরজার উপরে রিলিংয়ে ঝুলন্ত লাশ ফাঁস থেকে নামিয়ে আনি। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করি। নিহতের পকেটে পাওয়া আইডি কার্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার পরিচয় জানতে পারি। নিহত আনোয়ার হোসেন ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পশ্চিম পাড়াস্থ শাহী মসজিদ রোডের আবু তাহের ও আমেনা বেগমের ছেলে। ডেঞ্জার হিল রিসোর্টের আরেক মালিক সাদ্দাম হোসেন বলেন,ঘটনা শুনে পুলিশসহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পর্যটক আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে রিসোর্টে আসে। গত দুইদিন সে রিসোর্টে অবস্থান করেন। বুধবার সকাল ১০টায় রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মোঃ রিফাত নাস্তা দিতে গিয়ে ওই কটেজের দরজা বন্ধ দেখতে পায়। তারা কটেজের অন্য ফাঁক দিয়ে উঁকি দিলে দেখেন লাশ ঝুলে আছে। পরে তারা ম্যানেজার আব্দুর রাজ্জাক সুমনকে অবহিত করল, মালিকপক্ষ পুলিশকে অবহিত করেন।
শিরোনাম
- ⭕ ফুয়াদ কাজী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক
- ⭕ পটুয়াখালীতে অবৈধভাবে খাল ভরাট : বিপাকে মৎস্যজীবীরা
- ⭕বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ সদর শাখার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ⭕ নেতিবাচক আচরণ করায় কাবা থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার
- ⭕বুয়েটের ঘটনা তদন্ত হচ্ছে : ওবায়দুল কাদের
- ⭕কম দামে গ্রাহককে গুণগত মাণসম্পন্ন পণ্য নিশ্চিত করতে হবে
- সারাদেশ
লামার মিরিঞ্জা ডেঞ্জার হিল রিসোর্টে এক পর্যটকের আত্নহত্যা

সর্বশেষ সংবাদ
দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।
জনপ্রিয় পোস্ট
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত