সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘গ্লোবাল ট্যুরিজম জার্নালিস্ট অ্যান্ড আইকনিক অ্যাওয়ার্ডস’ পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মালদ্বীপ প্রতিনিধি ও প্রবাসী সংগঠক মোঃ আল আমিন। ‘গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস-২০২৫’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। ইন্টারন্যাশনাল নিউজ ক্যাটাগরিতে ‘বেস্ট জার্নালিস্ট’ হিসেবে তিনি এই পুরস্কার লাভ করেন।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় পর্যটন নগরী কুয়াকাটার ঐতিহ্যবাহী খাঁন প্যালেস অডিটোরিয়ামে “বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে করণীয়” শীর্ষক এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জমকালো আয়োজনে মোঃ আল আমিনের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন এবং একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফেরদৌস আরা।
মোঃ আল আমিন সাংবাদিকতার পাশাপাশি মালদ্বীপে বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি মদিনার জামাত মালদ্বীপ শাখার সভাপতি এবং মালদ্বীপস্থ দেবিদ্বার প্রবাসী কল্যাণ ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের মহাসচিব লায়ন সালাম মাহমুদ এবং সঞ্চালনা করেন মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ এবং কুয়াকাটা পৌর প্রশাসক প্রকৌশলী ইয়াসিন সাদেক।
শুভেচ্ছা বক্তব্যে কমিউনিকেশন অফ বাংলাদেশ (কব)-এর চেয়ারম্যান মো. গোলাম ফারুক মজনু বলেন, “এই আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং এটি বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার একটি ঐতিহাসিক পদক্ষেপ।” তিনি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ১০টি গুরুত্বপূর্ণ করণীয় বিষয় তুলে ধরেন, যা নীতিনির্ধারক ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট ৪১ জনকে পুরস্কার প্রদান করা হয়। চ্যানেল আই-এর মিডিয়া পার্টনারশিপে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় শিল্পীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব এবং কুয়াকাটার পর্যটনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এছাড়া পর্যটনে বিশেষ অবদানের জন্য সংগীতশিল্পী ফেরদৌস আরা, এনটিভির পরিচালক আলহাজ্ব মো. নুরুদ্দিন আহমেদ, পান সুপারি প্রতিষ্ঠাতা কনা রেজা, চ্যানেল আই-এর হেলাল খান এবং হাসনাইন সাজ্জাদীকে ‘ট্যুরিজম আইকন অ্যাওয়ার্ড–২০২৫’ প্রদান করা হয়।
শিরোনাম
- ⭕ ফুয়াদ কাজী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক
- ⭕ পটুয়াখালীতে অবৈধভাবে খাল ভরাট : বিপাকে মৎস্যজীবীরা
- ⭕বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ সদর শাখার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ⭕ নেতিবাচক আচরণ করায় কাবা থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার
- ⭕বুয়েটের ঘটনা তদন্ত হচ্ছে : ওবায়দুল কাদের
- ⭕কম দামে গ্রাহককে গুণগত মাণসম্পন্ন পণ্য নিশ্চিত করতে হবে
- সারাদেশ
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি: গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলেন মোঃ আল আমিন

সর্বশেষ সংবাদ
দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।
জনপ্রিয় পোস্ট
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত