শনিবার, জুলাই ২৬

মাদারীপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে চুরির সময় হাতেনাতে আটক ১

মাদারীপুর শহরের লেকপাড় এলাকায় অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে চুরির সময় মোঃ জসিম হাওলাদার (৪২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে অফিসের কর্মচারীরা। বুধবার (২৩ জুলাই, ২০২৫) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তার কাছ থেকে একটি পানির পাম্প ও লোহার গ্রিল জব্দ করা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অফিসের কার্যক্রম চলাকালীন সময়ে মোঃ জসিম হাওলাদার নামে ওই ব্যক্তি কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। সে একটি পানির পাম্প ও জানালার গ্রিল খোলার চেষ্টা করছিল। বিষয়টি অফিসের কর্মীদের নজরে এলে তারা তাকে ঘিরে ফেলে এবং হাতেনাতে ধরে ফেলে।
ঘটনার পর পরই মাদারীপুর সদর মডেল থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে থানার ডিউটি পার্টি স্পেশাল-১ এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে আটক জসিমকে তাদের হেফাজতে নেয়।
আটককৃত মোঃ জসিম হাওলাদার মাদারীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সৈদারবালি এলাকার মৃত লতিফ হাওলাদারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করেছি। তার বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সরকারি দপ্তরে দিনে-দুপুরে এমন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version