মঙ্গলবার, আগস্ট ১২

লামায় নব দিগন্ত যুব ফাউন্ডেশনের উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি

নতুন বাংলাদেশ গড়ার এক বছরে পা রাখলো আজ রাজনৈতিক,অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের পাশাপাশি পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের গুরুত্ব অনস্বীকার্য। এই উপলক্ষে তারুণ্যের শক্তিতে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লামা উপজেলা পরিষদ চত্বরে নব দিগন্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৫ আগষ্ট) দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন, লামা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, আইসিটি কর্মকর্তা সুব্রত দাশ,আরো উপস্থিত ছিলেন, নব দিগন্ত যুব ফাউন্ডেশনের সভাপতি আরমান হোসেন,সাধারণ সম্পাদক, মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সোহেল,এছাড়া ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক,শিক্ষক,ছাত্র প্রতিনিধি,সরকারি- বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈন উদ্দিন বলেন,পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক একটি দৃষ্টান্ত।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version