মঙ্গলবার, আগস্ট ১২

১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন: কারা নেতৃত্বে আসছেন তা নিয়ে চরম উত্তাপ

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার পর আগামী সোমবার, ১১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলন বালুডাঙ্গা এলাকায় অবস্থিত নওগাঁ কনভেনশন হল সেন্টারে আয়োজন করা হয়েছে, যেখানে জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌর কমিটির মোট ১,৪১৪ জন কাউন্সিলর গোপন ভোটের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ পদে—সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুইটি সাংগঠনিক সম্পাদক—নেতৃত্ব নির্বাচন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে আটজন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন: বিএনপির কেন্দ্রীয় সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা সভাপতি নজমুল হক (সনি), সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (ধলু), সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক (নান্নু), সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস শুকুর, সাবেক কোষাধ্যক্ষ এস এম মামুনুর রহমান এবং সাবেক সদস্য এ বি এম আমিনুর রহমান ।

সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন: বর্তমান সদস্য সচিব বায়েজিদ হোসেন (পলাশ), যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান (রিপন), যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (টুকু) এবং আমিনুল ইসলাম (বেলাল)।

সাংগঠনিক সম্পাদক পদে দুটি আসনের জন্য আটজন প্রার্থী মনোনয়ন টানিয়েছেন: শফিউল আজম, নূর-ই-আলম, ফরিদুজ্জামান, খায়রুল আলম, শবনম মোস্তারী, সুলতান মামুনুর রশিদ, কামরুজ্জামান কামাল এবং জহুরুল হক।

সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালভাবে উপস্থিত থাকবেন, এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সম্মেলন উদ্বোধন করবেন। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু প্রধান বক্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী দায়িত্বে আছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, পুরো প্রক্রিয়াটিকে গণতান্ত্রিক ও গতিশীলভাবে পরিচালনা করবেন বলে জানান সম্মেলন আয়োজকরা ।

সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম (বেলাল) সাধারণ সম্পাদক পদ থেকে নিজেকে প্রত্যাহার করেছেন, কারণ তিনি কাউন্সিলর বা ভোটার তালিকায় নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন না হওয়া এবং দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত ত্যাগী নেতাদের নামের অনুপস্থিতির কথা উল্লেখ করে তালিকাটি বিতর্কিত বলে অভিহিত করেন।

নওগাঁ পৌর বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান বলেন, সম্মেলন দীর্ঘদিন পর হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে; “দলের কার্যালয় ও মোড়ে মোড়ে সম্মেলন নিয়ে আলোচনা চলছে” ।সভাপতি প্রার্থী জাহিদুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন যে, তিনি অন্যবার সাধারণ সম্পাদক নির্বাচিত ছিলেন এবং এবারও সফল হবেন বলে মনে করেন ।অন্য প্রার্থী নজমুল হক এ নির্বাচনকে দলের গণতান্ত্রিক শক্তি মনে করেন, আর আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “হার-জিত মেনে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে”।

বিশেষভাবে সভাপতি পদপ্রার্থী মাসুদ হাসান তুহিন তার ফেসবুক পোস্টে জানিয়েছেন: “আমি মাসুদ হাসান তুহিন, সভাপতি প্রার্থী হিসেবে আমার ‘দোয়াত কলম’ মার্কায় সকল কাউন্সিলর ভাই ও বোনেদের নিকট অনুরোধ — তাঁরেকেই (প্রমুখ চেয়ারম্যান তারেক রহমানকে) শক্তিশালী করার লক্ষ্যে ভোট দিন।”

নওগাঁ জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নেতৃত্বাধিকারে যারা দীর্ঘদিন শতঅবদানে সাহস দেখিয়েছেন—তাদের যথাযথ মূল্যায়ন কাদের কাঁধে তুলে দেওয়া হবে—এই প্রেক্ষাপটে মাসুদ হাসান তুহিনের মতো তরুণ প্রার্থীর দোয়া ও বিশ্বাসের আবেদন হৃদয় ছুঁয়ে যাচ্ছে। সম্মেলন আগামীকাল মুখের মুখে বর্ণিত এই প্রত্যাশা ও উত্তেজনায় শহরকে জীবন্ত রাখবে

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version