শুক্রবার, নভেম্বর ২২

সিংগাইরে ৩ কিমি রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৩ কিমি রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলার ধল্লা পুলিশ বক্স সংলগ্ন সেতুর পাশ থেকে জামির্ত্তা ইউনিয়নের বকচর মেরিন রিসোর্ট পর্যন্ত রাস্তার কাজে এ অনিয়মের অভিযোগ এলাকাবাসীর।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ৩ কিমি এ রাস্তাটির নির্মাণ ব্যয় ১ কোটি ৬০ লাখ টাকা। আবু সাঈদের মালিকানাধীন ‘নির্মাণ প্রকৌশলী’ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি ওই রাস্তার কাজ শুরু করেছে।

সরেজমিনে জানা গেছে, কাজের শুরুতেই নিম্নমানের (রাবিশ) ইটের খোয়া দিয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ। স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বালু দিয়ে রাস্তার বেশ কিছু স্থান ঢেকে ফেলে নির্মাণ শ্রমিকরা। তার আগেই একাধিক স্থানে নিম্নমানের খোয়া বিছানো কাজের ছবি তোলা হয়। পুলিশ বক্স থেকে বকচর মেরিন রিসোর্ট পর্যন্ত সড়কের চলমান নির্মাণ কাজে লাগানো হয়নি স্কীম তথ্যবোর্ড। এতে তথ্য সংগ্রহ করতে ভোগান্তিতে পড়তে হয় সংবাদকর্মীদের।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান “নির্মাণ প্রকৌশলীর” স্বত্ত্বাধিকারী আবু সাঈদকে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তার কোনো সাড়া মেলেনি।

এদিকে, গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) সিংগাইর উপজেলা প্রকৌশল অফিসে গিয়ে রাস্তার কাজের সুপারভিশন কর্মকর্তা উপ-সহকারি প্রকৌশলী মহাবুল ইসলামকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে জানান, ‘আমি খবর শুনে সকালে স্পটে গিয়ে নিম্নমানের সামগ্রী সরিয়ে দিয়ে ঠিকাদারকে সতর্ক বার্তা দিয়েছি।’

এ বিষয়ে সিংগাইর উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, ‘আমি যতটুকু জানি ভাল মালামাল দিয়েই কাজ হচ্ছে। তার পরেও খোঁজ খবর নিয়ে দেখছি।’

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version