মঙ্গলবার, জুলাই ১৫

সাংবাদিক নেত্রীর উপর হামলা: চেয়ারম্যানের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহের উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্ত লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমানকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে কিশোরগঞ্জ থানার সামনে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ থেকে হামলাকারী চেয়ারম্যানকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে লাগাতার কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান। এতে বক্তব্য রাখেন ইউনিটির সহ-সভাপতি কাওছার হামিদ, সাংবাদিক মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রউফুল আলম, সাংবাদিক আনোয়ার হোসেন, এনটিভি মাল্টিমিডিয়া প্রতিনিধি শাকিল ইসলাম, চ্যানেল এস প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক গোয়েন্দা সংবাদ প্রতিনিধি আসিফ আকরাম, গোয়েন্দা সংবাদ রংপুর ব্যুরো-চীফ আব্দুল আলিম বাঙ্গালী, মেট্রো বাংলা প্রতিনিধি দুলাল হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “একজন নির্বাচিত জনপ্রতিনিধি কর্তৃক সাংবাদিক নেত্রীর উপর এমন ন্যক্কারজনক হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। এই চিহ্নিত হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”
তারা আরও বলেন, “আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি অভিযুক্ত চেয়ারম্যান আমিনুর রহমানকে গ্রেফতার করা না হয়, তবে আমরা আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”
মানববন্ধনে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version