শুক্রবার, নভেম্বর ২২

মারা গেছেন বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক ১১৭ বছরের মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা

মারা গেছেন বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা। ১৯০৭ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৭ বছর।

মঙ্গলবার (২০ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের তথ্যমতে এমনটা জানা যায়।

ব্রানিয়াসের পরিবারের এক সদস্য সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘মারিয়া ব্রানিয়াস আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ঘুমের মধ্যে শান্তিতে ও ব্যাথাহীন মৃত্যুবরণ করেছেন। তার দয়া ও পরামর্শের জন্য আমরা সব সময় তাকে মনে রাখব।’

ব্রানিয়াসের এক্স অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার (২০ আগস্ট) তার পরিবার একটি পোস্ট করে। এতে লেখা হয়, ‘(ব্রানিয়াস) দুর্বল বোধ করছি। সময় ঘনিয়ে এসেছে। কাঁদবেন না, আমি কান্না পছন্দ করি না। এবং সর্বোপরি, আমার জন্য কষ্ট পাবেন না। আমি যেখানেই যাই না কেন, সুখী হবো।’

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে ব্রানিয়াসকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version