শুক্রবার, নভেম্বর ২২

সত্যকে সত্য’ ও ‘মিথ্যাকে মিথ্যা’ বলতে হবে-জাহান্দার আলী জাহান

দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকাকে ‘সত্যকে সত্য’ ও ‘মিথ্যাকে মিথ্যা’ বলতে হবে। কোন রক্তচক্ষুকে ভয় না পেয়ে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। অনিয়ম ও দুর্নীতিগ্রস্থরা যতই শক্তিশালী ব্যক্তিই হোক না কেন? সত্য প্রকাশ থেকে বিরত থাকা যাবে না।

রবিবার (২০ অক্টোবর) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সকল বাধাঁকে উপেক্ষা করে সঠিক সংবাদ প্রকাশ করতে পারলে, বাংলাদেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে রুপালী বাংলাদেশ। পত্রিকাটি দেশ ও দেশের মানুষের কথা বলুক এই প্রত্যাশা করি কর্তৃপক্ষের কাছে।

রূপালী বাংলাদেশ প্রত্রিকার মাদারীপুর প্রতিনিধি ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, পত্রিকা ব্যবসায়ী ওমর আলী শিকদার।

এ ছাড়া বক্তব্য রাখেন- জেলা মহিলা দলের সভাপতি লাইজু বেগম, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভী, মৈত্রী মিডিয়ার সম্পাদক এস.এম আরাফাত হাসান, চ্যানেল২৪ এর সাগর হোসেন তামিম, কালকিনি রিপোটার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন লিটন ফকির।

রুপালী বাংলাদেশের রাজৈর প্রতিনিধি সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার হরষিদ বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শফিক স্বপন, সাংবাদিক ওয়াহিদুজ্জামান কাজল, মীর ইমরান, রবিউল হাসান, রতন দেসহ অন্যরা।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version