শনিবার, নভেম্বর ২৩

বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৪ – অনুষ্ঠিত হয়। রবিবার ( ১২ মে) সকালে হাটহাজারী উপজেলার প্রাচীন বিদ্যাপিঠ ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে হাটহাজারী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফিরোজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের বিরোধী দলীয় উপনেতা ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সহসভাপতি রণজিৎ কুমার নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের নিউরোলজি বিভাগের প্রধান ও ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডা: মো: কামাল উদ্দিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের  সভাপতি সৈয়দ লতিকুল্লাহ, উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্জলের  সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মো: জাকের হোসেন,
উপস্থিত হাটহাজারী উপজেলার সকল মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের বিরোধী দলীয় উপনেতা  ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি  বলেন, দেশ ও জাতি আজকে এই পযার্য়ে আসার অনেক ভুমিকা রয়েছে শিক্ষকদের অথচ শিক্ষকদের তেমন মূল্যায়ন করা হয় না,দেশ ও জাতির উন্নয়নের জন্য অবশ্যই শিক্ষকদের মূল্যায়ন করতে হবে।
শিক্ষক নেতারা বলেন, আমারা জাতি গঠন করতেছি ডা:, ইন্জিনিয়ার,প্রকৌশলী, বিবিএস ক্যাডার, সরকারী কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন পেশাজীবি আমাদের হাতে দিয়ে তৈরি হচ্ছে অথচ আমারই অবহেলিত, যে দেশে মানুষগরার কারিগরদের  মূল্যায়ন করা হয় না সে দেশ ও জাতি সামনে কীভাবে এগিয়ে যাবে, আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ করার জন্য।
অনুষ্ঠান বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী শাখার ব্যবস্থাপনায় দুপুরের খাবার ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version