শুক্রবার, নভেম্বর ২২

নীলফামারীর কিশোরগঞ্জের পদ্ম ফুলের সমোরহ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাফলা নামক সবুজ শ্যামল গ্রামের বুকে এঁকেবেঁকে বয়ে গেছে ‘বাফলা বিল’। চারদিকে শুধু পদ্মফুলের সমারোহ। যতদূর চোখ যায় ততদূর পদ্মফুলের মেলা আর মেলা। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই বিলের অপরূপ শোভাবর্ধন ঘটে নানা ফুল আর পাখিতে। এ বিলে শুধু পদ্মফুলেই নয়, শীতের মৌসুমে অতিথি পাখির মেলাও বসে। আর পদ্মফুলের সুগন্ধি ও অতিথি পাখির কলরবমুখর পরিবেশে ভ্রমণপিপাসুরা ছুটে আসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। গ্রামের প্রধান সড়কের সঙ্গেই সাপের ন্যায় এঁকেবেঁকে বয়ে গেছে এই বাফলা বিল। বিলটি একপাশে যেমন রয়েছে ঘর-বাড়ি তেমনি আরেক পাশে রয়েছে বিশাল বড় ধানক্ষেত। বর্ষাকালে বৃষ্টির পানিতে বিলটি লাভ করে প্রশস্ততা। বিলটির সৌন্দর্যতা ধরে রেখেছে পদ্মফুল। এ যেন এক অপার সৌন্দর্যের লীলাভূমি। শরৎকালে বিলটি পদ্মফুলে
ভরট থাকে। এই সময় নানান জায়গা থেকে লোকজন ছুটে আসেন পদ্মফুলের সৌন্দর্য দেখতে। আবার কেউ কেউ আসেন পদ্মফুল তুলতেও। পদ্মফুলের অপার সুঘ্রাণ যেন মাতোয়ারা করে তোলে দর্শনার্থীদের। স্থানীয়রা জানান, যখন পদ্মফুল ফুটে তখন বিলের পাশে দিয়ে হেঁটে গেলেই সুঘ্রাণ অনুভব করা যায়। তারা আরো বলেন, আমাদের এই বিলের ঐতিহ্য অব্যাহত থাকুক। শুধু যে পদ্মফুল তাই কিন্তু নয়, শীতকালে নানান অতিথি পাখির আনাগোনা ঘটে এই বিলে। এই বিলের রূপ, সৌন্দর্য ধরে রাখতে উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সুনজর একান্তভাবে কাম্য করেন স্থানী- য়রা। তারা মনে সরকারিভাবে বিলটি পর্যবেক্ষণ করলে হয়তো একদিন বিনোদনের খোরাক জোগাবে বাফলা বিল। দূর-দূরান্ত থেকে ছুটে আসবে দর্শনার্থী। এতে এলাকার উন্নয়ন ঘটবে। সেই সঙ্গে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version