শুক্রবার, নভেম্বর ২২

টাঙ্গাইলে মাইক্রোবাসের পাটাতনের নিচে মিলল ৯৬৬ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ৪

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে মাইক্রোবাসের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ৯৬৬ বোতল ফেন্সিডিলসহ চারজনকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৭ মার্চ) রাতে জেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাহিনীটি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মাইক্রোবাসে থাকা দুলু মিয়া (৪০), মিনাজুল ইসলাম (২১), রহিম বাদশা (২৭), মাইক্রোবাসচালক রিপন ইসলাম (২২)। গ্রেপ্তার সবার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সেবক দাস নিথক এলাকায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি নোয়া ব্রান্ডের মাইক্রোবাস। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল টাঙ্গাইল শহর রাবনা বাইপাস এলাকায় তাৎক্ষণিক তল্লাশি চালায়। এ সময় মাইক্রোবাসের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ৯৬৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় র‌্যাব মাইক্রোবাস, ৪টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৫০ টাকা জব্দ করেছে। জব্দ আলামতসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version