সোমবার, জুলাই ২১

আইনজীবী ফোরাম বরগুনা জেলা ইউনিট: আহ্বায়ক মজিবুর, সদস্য সচিব মতিন

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরগুনা জেলা বার ইউনিটের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট আব্দুল ওয়াসি মতিনকে সদস্য সচিব করে ২৩ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

গত ১৭ জুলাই, ২০২৫ তারিখে এই কমিটি অনুমোদন লাভ করে। অনুমোদনের পর থেকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এই কমিটি গঠনকে স্বাগত জানিয়ে বরগুনা জেলার একাধিক আইনজীবী বলেন, নবনিযুক্ত সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল ওয়াসি মতিন একজন অত্যন্ত সৎ, দক্ষ ও নিষ্ঠাবান আইনজীবী হিসেবে সুপরিচিত। তিনি দীর্ঘ ১৪ বছর ধরে সততা ও সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত আছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বরগুনা সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল ওয়াসি মতিন বলেন, “আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রাখব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পথ চলব।”

তিনি আরও বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরগুনা জেলা বার ইউনিট অঙ্গীকারবদ্ধ। সকল আইনজীবীদের অধিকার রক্ষা করা এবং শিক্ষানবীশ আইনজীবীরা যেন পেশায় এসে কোনো রকম বাধার সম্মুখীন না হন, তার সুব্যবস্থা করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

 

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version