রবিবার, নভেম্বর ৯

অপপ্রচারে ক্ষুব্ধ নওগাঁর সাবেক মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি — “আমি জনগণের জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়

নওগাঁ পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র ও বিএনপির ত্যাগী নেতা *আলহাজ্ব নাজমুল হক সনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ছবি ও ভিডিও বিকৃতভাবে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি অভিযোগ করেছেন— রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ছবি বিকৃত করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা যায় এবং বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়।

শনিবার বিকেল ৫টায় গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে আলহাজ্ব নাজমুল হক সনি বলেন,
“যেসব ছবি ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই— ওই ছবিগুলোর কোনোটি আমি প্রচারের জন্য তুলি নাই; সেগুলো বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠানে অন্য কেউ তুলেছিল।”

তিনি আরও বলেন, “আমি তিনবার নওগাঁ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি বা সামাজিক নানা অনুষ্ঠানে উপস্থিত থাকা আমার দায়িত্বের অংশ ছিল। সে সময় সরকার দলীয় নেতাকর্মীরাও সেখানে উপস্থিত থাকতেন— কারণ অনুষ্ঠানগুলো ছিল সবার, রাজনীতির নয়। একজন জনপ্রতিনিধি হিসেবে ফুল দেওয়া, শুভেচ্ছা বিনিময় বা ছবি তোলা ছিল সৌজন্যের অংশ, কোনো রাজনৈতিক অবস্থানের প্রতিফলন নয়। অথচ আজ সেই স্বাভাবিক ঘটনাগুলো বিকৃত করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে— যা অন্যায়, অন্যায্য এবং উদ্দেশ্যপ্রণোদিত।”

দৃঢ় কণ্ঠে নাজমুল হক সনি বলেন, “আমি পরিষ্কারভাবে জানাতে চাই— আমি কারও তোষামোদ করি না, কারও পা ধরে রাজনীতি করি না। আমি জনগণের প্রতিনিধি, জনগণের জন্য রাজনীতি করি। তাই এসব ছবি দিয়ে আমাকে বদনাম করার চেষ্টা ব্যর্থ হবে। কারণ আমি নওগাঁর মানুষের হৃদয়ে আছি, তাদের বিশ্বাসই আমার শক্তি।”

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আছি। কারও সঙ্গে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকা বা ছবি তোলা মানে এই নয় যে আমি দল পরিবর্তন করেছি। এটি সম্পূর্ণ পরিকল্পিত অপপ্রচার— যার জবাব

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত