বৃহস্পতিবার, অক্টোবর ১৬

সদরপুর ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

বিপুল উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনের  মধ্য দিয়ে  ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে  অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ-২০২৫।  রোববার (২৫ শে সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে  সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরওয়াদী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলি মুখোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোঃ ইসমাইল হোসেন  অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ শেষে সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করে। কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন  “ও আলোর পথের যাত্রী, এ যে রাত্রী, এখানে থেমো না”  তোমরা হচ্ছো আলোর পথ যাত্রী, কোন ভাবেই এ সংগ্রাম থামিয়ে রাখা যাবে না। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।  এ সময় শিক্ষক, অভিভাবক, সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত