২ সেপ্টেম্বর ২০২৫ নওগাঁ শহরের বাইপাস সড়কে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতৃবৃন্দ ও কর্মীরা বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, খায়রুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশের প্রত্যয়ে বিএনপি সবসময়ই সচেতন ভূমিকা পালন করে আসছে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই অংশ।”
এ সময় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে পরিবেশবান্ধব ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।