১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ৩টায় দিনাজপুর খানসামা উপজেলার ৬ নং গোয়ালদিহি ইউনিয়নের সৈয়দ আলিপাড়া জামে মসজিদে ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর – ৪ আসনের সাবেক সংসদ সদস্য (চিরিরবন্দর -খানসামা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আখতারুজ্জামান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও খানসামা ৫ নং ভাবকী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল আলম তুহিন, ৬ নং গোয়ালদিহি ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্ববায়ক ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন, এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব নিয়ামতুল্লাহ শাহ, আনোয়ার হোসেন বাবু, গোলাম রব্বানী শাহ, কবির শাহ সহ ৬ নং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।