শুক্রবার, অক্টোবর ৩১

নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান: ‘আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে’

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে। নির্বাচনের আগে ও চলাকালে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তবে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে পারলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব হবে।’

সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা এলাকার কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপি এই সম্মেলনের আয়োজন করে।

তারেক রহমান বলেন, বিএনপি দেশকে এগিয়ে নিতে পরিকল্পনা করছে। কিন্তু এই পরিকল্পনা ভণ্ডুল করার জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, যাতে দেশ গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলের মূল পুঁজি জনগণ। আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের আস্থা অর্জন করা। আপনারা সবাই শহীদ জিয়াউর রহমানের সৈনিক—সতর্ক থাকবেন, যেন কোনো কাজের কারণে জনগণের আস্থা নষ্ট না হয়। একজন আরেকজনের প্রতি নজর রাখবেন, যাতে সহকর্মীর কোনো কর্মকাণ্ডে দল ক্ষতিগ্রস্ত না হয়।’

গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এখন দ্বিতীয় পর্ব শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পর্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। এর প্রথম পদক্ষেপ হলো নির্বাচন।

অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য সময়সূচির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে দুটি বিষয়ে সতর্ক থাকতে হবে—প্রথমত, এখন বিএনপির সুসময় চলছে, তাই সুযোগসন্ধানী ঘুঘুরা কাছে আসবে, তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, নেতাকর্মীদের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে।’

ভবিষ্যতে ক্ষমতায় এলে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে জানিয়ে তিনি বলেন, দেশে বেকারত্ব, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের ভঙ্গুর অবস্থা মোকাবিলায় বিএনপি পরিকল্পনা প্রণয়ন করছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করে, একমাত্র বিএনপিই ধীরে ধীরে দেশকে পুনর্গঠন করতে পারে। তাই নেতাকর্মীদের এমনভাবে চলতে হবে যাতে জনগণের আস্থা অর্জিত হয়, আর সেই আস্থার ভিত্তিতে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র পুনর্গঠনে হাত দিতে হবে।’

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস. এম. রেজাউল ইসলাম রেজু।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, এ. এইচ. এম. ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সাবেক সভাপতি সামসুজ্জোহা খান, বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত