সোমবার, আগস্ট ১১

রাজশাহীতে শিশু ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ

এসো গাছ লাগাই, জীবন বাঁচাই ” এই স্লোগানের শিশু ফাউন্ডেশন বাংলাদেশ, রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষরোপন ও বিতরণ করছে। রবিবার (৯ আগস্ট ) সকালে মহানগরীর আসাম কলোনী এলাকায় গোল্ডেন টাচ স্কুল এন্ড কলেজের প্রতিটি ক্লাসের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। গোল্ডেন টাচ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডাক্তার রেজাউল করিমের সভাপতিত্বে বৃক্ষরোপণের ও বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন, শিশু ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লেখক,সংগঠক শেখ সাইদুর রহমান সাঈদ, শিশু ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক লেখক গবেষক ও সাংবাদিক আবু সালে মোঃ ফাত্তাহ, প্রকৃতি ও জীবন ক্লাবের যুগ্ম আহবায়ক চিকিৎসক ও গবেষক রওশন আলী খান, নন্দন সাহিত্য একাডেমির আজীবন সদস্য গীতিকার সুরকার শিল্পী মোঃ বেলাল উদ্দিন, নন্দন সাহিত্য একাডেমি আজীবন সদস্য ক্রীড়া প্রশিক্ষক আলতাফ হোসেন ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশের সম্পাদক শিশু সাহিত্যিক এম শাহাদাত আলম বকুল, শিশু ফাউন্ডেশন বাংলাদেশের সদস্য ফারিনা, ফারাহ, কুসুম ও আলীর সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত