পৌর এলাকায় পরিকল্পনা অনুযায়ী বাড়িঘর নির্মাণ,খাল খনন ও উদ্ধার,দ্রুত ড্রেনেজ ব্যাবস্থার উন্নয়নসহ পৌরসভার নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার প্রচারণার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
এ উপলক্ষে আজ শনিবার (০২ আগস্ট) বিকেলে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্তরে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়।এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উপদেষ্টা ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান,সহ-সভাপতি, আব্দুল সবুর, এম এ কবির,কুদ্দুস,সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃআবুল বাশার,যুগ্ম – সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জুয়েলসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সে সময় বক্তারা বলেন,ঝিনাইদহ পৌরসভা দেশের অন্যতম রোল মডেল পৌরসভা হলেও এর কার্যক্রম বর্তমানে নিষ্কিয়।এখানে ড্রেনেজ ব্যাবস্থাপনার চরম বিপর্যয় যার ফলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।বক্তারা আরও বলেন,ঝিনাইদহ পৌরসভায় পরিকল্পনা ছাড়ায় গড়ে উঠছে ঘরবাড়ি যার ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও নোংরা পরিবেশ।এ থেকে মুক্তি পেতে নেই কোন সচেতনতামূলক প্রচার প্রচারণা।এ সময় আয়োজক কমিটির পক্ষথেকে দ্রুত সমস্যা সমাধানে প্রশাসনকে এগিয়ে আসতে আহবান জানানো হয়।