রবিবার, জুলাই ২৭

মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রভান্ডার উদ্ধার, নারীসহ ৬ আটক

 

মাদারীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ তিন নারীসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঘুনসি গ্রামের কয়েকটি বাড়িতে অস্ত্র মজুদ থাকার খবরে সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি এয়ার গান, একটি ম্যাগাজিন, একটি কাটা রাইফেল, ১২৫ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন: কালাম মাতুব্বর (৫৩), পিতা: শাহ আলম মাতুব্বর,মিলন মাতুব্বর (৫৪), পিতা: মৃত আব্দুল করিম মাতুব্বর,মনু মাতুব্বর (৫০), পিতা: শাহ আলম মাতুব্বর,লাকি বেগম (৪৫), স্বামী: কালাম মাতুব্বর,পারুল বেগম (৪৫), স্বামী: মফিজ মাতুব্বর,খাদিজা আক্তার (২৩), স্বামী: শিহাব মাতুব্বর,আটককৃতরা সবাই একই গ্রামের বাসিন্দা।

শুক্রবার দুপুরে মাদারীপুর সেনাক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাড়িগুলোতে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেজর ফয়সাল ফারুক আরও বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত