গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ অক্টোবর) মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নুসরাত আজমেরী হক সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক মোছাঃ ইয়াসমিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: মুরসালিন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ক্যাবল অপারেটর প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
সভা সঞ্চালনা করেন ডিক্ট্রক্ট ম্যানেজার এভিসিবি-৩প্রকল্প, মাদারীপুর মো: আলিউল হাসানাত খান। গ্রাম আদালতের মাদারীপুর সদর জেলার অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্পের উপজেলা কো-অডিনেটর নাসির উদ্দিন লিটন। সভায় গ্রাম আদালত আইন সংশোধিত আইন ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মাঝে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যপক সচেতনতা তৈরী করা যায় তা তুলে ধরেন।