সোমবার, নভেম্বর ২৫

চাকুরি স্থায়ীকরনের দাবিতে নেসকো আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন

আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকুরি স্থায়ীকরনের দাবিতে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) আওতাধীন কম্পিউটার সেন্টারগুলোতে আউটসোর্সিং পদ্ধতিতে কর্মরত কর্মচারীদের চাকুরি রাজস্বখাতে স্থায়ীকরনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে আউটসোর্সিং কর্মচারীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রাজশাহী নগরীর রেলগেট নেসকো অফিসের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে তারা বলেন, আমরা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি এর উপ-মহাব্যবস্থাপক (আইসিটি অপারেশন
এন্ড অটোমেশন) দপ্তরের আওতাধীন রাজশাহী ও রংপুর জোনের সকল কম্পিউটার/বিলিং সেন্টারে আউটসোর্সিং পদ্ধতিতে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি। কম্পিউটার সেন্টার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র গুরুত্বপূর্ণ সেক্টর হলেও এখানকার কর্মচারীরা সবচেয়ে বেশি অবহেলিত ও সুবিধাবঞ্চিত। ফলে আমাদের বৈষম্য দূরীকরণের জন্য প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়ের বরাবর ও উক্ত স্মারকে গঠিত Grievance Redress Committee এর বরাবর আমাদের দাবি উল্লেখ করে আবেদনপত্র জমা দিয়েছিলাম। কিন্তু তাঁদের কাছ থেকে কোন ফলাফল পাওয়া যায়নি। দাবি সমূহ না মানার কারনে এবং দাবি মানার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করায় আমরা সকল কম্পিউটার সেন্টারের কর্মচারীবৃন্দ স্ব স্ব দপ্তরে অবস্থান করে কর্মবিরতি পালন করব এবং আমাদের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।

এসময় রংপুর, দিনাজপুর, বগুড়া, নওগাঁ, পাবনা ও রাজশাহী নেসকোর কম্পিউটার/বিলিং সেন্টারের (আউটসোর্সিং) কর্মচারীদের মধ্যে মুকুল হোসেন, গোলাম মোস্তফা, ইব্রাহিম, হারুন, শহিদুল, নয়ন, মুন্না, ইমরান, সোহেল গাজী, কামিরুল, আবদুল্লাহ, মাহি, মোরশেদা, সিথিলা প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত