শুক্রবার, নভেম্বর ২২

যমুনা নদী ভাঙ্গনরোধে এলাকাবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জ সদরের ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরীর দক্ষিণ থেকে খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া পর্যন্ত যমুনা নদীতে তীব্র ভাঙ্গনরোধ প্রকল্পে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৩১ আগষ্ট) সকালে যমুনা নদীর তীরবর্তী ভাটপিয়ারী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভাটপিয়ারী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী জহুরুল ইসলাম দুলাল  এর সভাপতিত্বে মানববন্ধনে  বক্তারা বলেন, পাঁচঠাকুরী থেকে খোকশাবাড়ি ব্রাহ্মণবয়ড়া পর্যন্ত শত শত বিঘা ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে।  ইতিমধ্যে কৃষি জমিতে লাখ লাখ টাকা আখ  নদী গর্ভে চলে গেছে।
নদী ভাঙ্গন এখন রোধ না করা হলে অচিরেই আমাদের গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাবে। বাড়িঘর ভাঙ্গনে আমরা এলাকাবাসী নি:স্ব হয়ে যাব। বর্তমান সরকারের অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট জরুরীভাবে বর্তমানে ভাঙ্গন রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ও ভবিষ্যতে নদী ভাঙ্গণ রোধ করতে স্থায়ী বাঁধের দাবী জানান বক্তারা। মানববন্ধনে এলাকাবাসীর হাজার হাজার নারী পুরুষ, স্কুল কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ইউপি সদস্য আমির হোসেন, সাংবাদিক জাকিরুল ইসলাম সান্টু, শেখ মো: এনামুল হক, সেলিম রেজা, এলাকার মুরুব্বি চাঁদ হোসেন, শহিদুল ইসলাম, ওয়াদুদ বাচ্চু, আনোয়ার হোসেন, আল মাহমুদ, আব্দুস সাত্তার, হায়দার আলী, মনা, নাজমুল ইসলাম, রবিউল, রোমান, আয়নাল, মঞ্জিল, বদি, ইব্রাহিম, আবু সাইদ ও শওকত প্রমুখ বক্তব্য রাখেন।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত