শুক্রবার, নভেম্বর ২২

পত্নীতলায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত

গর্জে উঠলে ছাত্র সমাজ – বদলে যায় ইতিহাস” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় পত্নীতলার নজিপুর পাবলিক মাঠে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ধামইরহাট- পত্নীতলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এক বিশাল সমাবেশ এর আয়োজন করা হয়। সমাবেশের শুরুতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালনের পর দেশ গঠনের জন্য সকল কে শপথ বাক্য পাঠ করানো হয়। উক্ত সমাবেশে মামুনুর রেজা স্বাধীন এর সঞ্চালনায় শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন আব্দুল বাছেদ, দেলোয়ার হোসেন, মোরশেদুল আলম, মোজাহার আলী এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন মো: মিজানুর রহমান মিজান, মো: মারুফ হোসেন, কাজী নাজমুল হোসেন, সুমাইয়া জান্নাত প্রমূখ। এসময় বক্তারা বলেন, আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি। আমাদের দেশে কোন প্রকার অনিয়ম, দূর্ণীতি থাকবেনা । আমরা আর কোন বৈষম্য দেখতে চাইনা। সেজন্য আমাদের সকল কে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন। অপরদিকে একইদিন বিকেল চারটার পত্নীতলার নজিপুর মডেল মসজিদে উলামা মাশায়েখ নজিপুর পৌরসভা ও পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উলামা মাশায়েখ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মাও আফজাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলামা মাশায়েখ নওগাঁ জেলা পশ্চিম শাখার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো: এনামুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলামা মাশায়েখ নওগাঁ জেলা পশ্চিম শাখার উপদেষ্টা মাও হাবিবুর রহমান, উলামা মাশায়েখ নওগাঁ জেলা পশ্চিম শাখার সভাপতি কাজী ফজলুর রহমান প্রমূখ।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত