শুক্রবার, নভেম্বর ২২

ডিএমপির ৫১ কর্মকর্তাকে  বিভিন্ন ইউনিটে বদলি

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ৫১ জন পুলিশ কর্মকর্তাসহ নারায়ণগঞ্জের এক সি-সার্কেলের এএসপিকে বদলি করা হয়েছে। মোট ৫২ জনের মধ্যে ৩৮ জন অতিরিক্ত পুলিশ সুপার ও বাকি ১৪ জন সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার।

মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে তাদের ডিএমপির বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বদলির আদেশ পাওয়া ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও রেঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা হলেন— আছমা আরা জাহানকে সিরাজগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, মো. শফিকুল ইসলাম লালমনিরহাট ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগরকে বান্দরবন ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, ফজলুর রহমানকে এপিবিএন, মো. আরিফুল ইসলামকে নৌপুলিশ, মোহাম্মদ বশির উদ্দিনকে ট্যুরিস্ট পুলিশ, নিশাত রহমান মিথুনকে এপিবিএন, হাফিজ আল আসাদকে র‌্যাব সদর দফতর, মো. মাহবুবুর রহমানকে এপিবিএন, সাইফুর রহমান আজাদকে ট্যুরিস্ট পুলিশ, মৃত্যুঞ্জয় দে সজলকে এপিবিএন, ইহসানুল ফিরদাউসকে এপিবিএন, মো. মুহিত কবীর সেরনিয়াবাতকে নোয়াখালীর পিটিসি, নাজমুল হাসান ফিরোজকে ষষ্ঠ এপিবিএন খাগড়াছড়ি, সৈয়দ মামুন মোস্তফাকে এপিবিএন, শাহ আলম মো. আখতারুল ইসলামকে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সিলেট, মো. আজহারুল ইসলাম মুকুলকে এপিবিএন, ইফতেখায়রুল ইসলামকে এপিবিএন, মোস্তফা কামালকে নৌপুলিশ, মো. আনিচ উদ্দীনকে র‌্যাব সদর দফতর, তাপস কুমার দাসকে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার কুমিল্লা, মো. শাহাবুদ্দিন কবীরকে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা, শাহিদুল ইসলামকে এপিবিএন, মুন্সীগঞ্জ সদর সার্কেলের খন্দকার খায়রুল হাসাবকে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার টাঙ্গাইল, এস এম শামীমকে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার গাইবান্ধা, মিশু বিশ্বাসকে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার জামালপুর, রাকিবুল হাসানকে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার নোয়াখালী, আফসার উদ্দিন খাঁনকে এপিবিএন, আশরাফউল্লাহকে র‌্যাব সদর দফতর, সন্দীপ সরকারকে এপিবিএন, মো. আশিক হাসানকে পিবিআই, আবুল হাসানকে র‌্যাব সদর দফতর, এম এম মঈনুল ইসলামকে এপিবিএন, সুজয় সরকারকে এপিবিএন, কে. এন রায় নিয়তিকে র‌্যাব সদর দফতর, শাহ আলমকে র‌্যাব সদর দফতর, নাজিয়া ইসলামকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া বদলির আদেশ পাওয়া সহকারী পুলিশ সুপার পদমর্যাদার বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থল হলো—মোহাম্মদ তয়াছির জাহান বাবুবকে এপিবিএন, মো. হাবিবুল্লাকে ঢাকা পুলিশ স্টাফ কলেজ, মধুসুদন দাসকে এপিবিএন, মো. বায়েজীদুর রহামনকে রাজশাহীর সারদার বিপিএ, জায়েন উদ্দীন মুহাম্মদকে র‌্যাব সদর দফতর, ইমরান হোসেন মোল্লাকে নৌপুলিশ, মো. নূর নবীকে র‌্যাব সদর দফতর, আব্দুল্লাহ আল মাসুমকে রাজশাহী সারদার বিপিএ, হাসান মুহাম্মদ মুহতারীমকে র‌্যাব সদর দফতর, রেফাতুল ইসলামকে এপিবিএন, মো. নাজমুল ইসলামককে র‌্যাব সদর দফতর, সুমন করকে এপিবিএন, মো. ইমরান হোসেনকে র‌্যাব সদর দফতর ও হাবিবুর রহমানকে এপিবিএনের সহকারী পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার গঠিত হয়। এরপর আইজিপিসহ পুলিশ বাহিনীর বিভিন্ন পদে ব্যাপক রদবদল করা হয়। এরই ধারাবাহিকতায় ডিএমপিতেও বদলি ও পদায়ন চলছে। মঙ্গলবার অপর এক প্রজ্ঞাপনে ডিএমপির আরও ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের র‌্যাব, এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত