শনিবার, নভেম্বর ২৩

গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের পরিবর্তন করা হবে, বললেন তথ্য উপদেষ্টা

গণমাধ্যমের স্বাধীনতা এবং অবাধ তথ্য প্রবাহের জন্য কিছু আইনের পরিবর্তন করতে হতে পারে, সেগুলো দ্রুত করা হবে। স্বাধীন গণমাধ্যমের জন্য যা যা করা প্রয়োজন সবার সঙ্গে আলোচনা করে তা করবো, বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

রবিবার (১৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দফতর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘পুরো কাঠামোগত একটা সংস্কার করতে চাই। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেটা নিশ্চিত করবো। এ জন্য কয়েকটি আইন রয়েছে, সেগুলোর সংস্কার করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যা মামলার বিচার নিয়ে প্রহসন হয়েছে। যত দ্রুত সম্ভব এ মামলার বিচার হবে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘গণমাধ্যমকে দলীয়করণ করা যাবে না। সাংবাদিকদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘তথ্য উপদেষ্টা হয়েছি বলে গণমাধ্যমে আমাকে বেশি বেশি দেখাতে হবে, এমনটা নয়। আমাকে যত কম দেখানো যায়, আমি সেটাই চাইবো।’

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত