সোমবার, নভেম্বর ২৫

কুয়াকাটায় দুই রেস্টুরেন্টে ৩ লক্ষ টাকা জরিমানা

 কুয়াকাটায় বিভিন্ন অভিযোগে গাজী রেস্টুরেন্টে এবং বৈশাখী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৫ জুলাই) শেষ বিকালে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড কৌশিক  আহম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য আইনের বিধি লঙ্ঘন হওয়ায় গাজী রেস্টুরেন্টে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং বৈশালী  রেস্টুরেন্টেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড কৌশিক আহম্মদ বলেন, ‘অভিযানকালে প্রতিষ্ঠান দুইটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে।
এছাড়া রেস্টুরেন্টের রান্নাঘরে থাকা ফ্রিজে পচাবাসি খাবার  মজুদ করতে দেখা গেছে। রেষ্টুরেন্টের দুর্গন্ধযুক্ত ময়লা পানি সৈকতে ছেড়ে দেওয়ায়  পরিবেশে মারাত্মক ক্ষতির কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পর্যটনের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত