নওগাঁয় আন্দাসুরা বিলের পদ্ম রক্ষার দাবিতে এবং আলতাদিঘী জাতীয় উদ্যানে আগুন লাগিয়ে উদ্ভিদ ধ্বংস এবং নদী,খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৬ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ শুক্রবার সকাল ১০ টায় নওগাঁর প্রাণ কেন্দ্র নওগাঁ মুক্তির মোড় শহীদ মিনারের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রীন ভয়েস এবং একুশে পরিষদ নওগাঁর আয়োজনে আয়োজিত মানিকবন্ধনে অংশগ্রহণ করেন সংগঠন তিনটির সদস্যবৃন্দ এবং আপামর জনসাধারণ।
একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মুকুল চন্দ্র কবিরাজ, একুশে পরিষদ নওগাঁর সহ-সভাপতি প্রতাপচন্দ্র সরকার, একুশে পরিষদ নওগাঁর সহ সাধারণ সম্পাদক নাইস পারভীন,একুশে পরিষদ নওগাঁর সদস্য সুবল চন্দ্র মন্ডল, একুশে পরিষদ নওগাঁর নওগাঁ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক শামীম হোসেন, গ্রীন ভয়েস এর সমন্বয়কারী শামিমুর রেজা শামীম, গ্রীন ভয়েস এর সদস্য তাবাসসুম বৃষ্টি, একুশে পরিষদ নওগাঁর সহ সাধারণ সম্পাদক শাকিরুল ইসলাম রাসেল প্রমুখ। বক্তারা উল্লেখ করেন পরিবেশ বিপর্যয় রোধে গাছ লাগানো, নওগাঁর প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত আন্দাসুরা বিলের পদ্ম রক্ষা এবং আলতা দীঘির জাতীয় উদ্যান রক্ষা, নদী দখলদার এবং দুষ্কৃতকারীদের হাত থেকে নদীকে বাঁচাতে হবে। নদী,খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে উপস্থিত মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, এখন নওগাঁতে ৪২° তাপমাত্রা অবস্থান করছে, আগামী মে মাসে যেন ৪৪ ডিগ্রী তাপমাত্রা বিরাজ করতে পারে। এই যে পরিবেশের উষ্ণতা এর জন্য দায়ী কে? বিভিন্ন বন জঙ্গল কেটে ইট ভাটায় যে ইট পোড়ানো হয় এতে করে পরিবেশের দূষণ ঘটে, এর জন্য দায়ী কারা? এসব বিষয়ে জরুরিভাবে সরকারকে উদ্যোগ নিতে হবে। ৪৫ মিনিট ধরে চলা মানববন্ধনের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।