শুক্রবার, নভেম্বর ২২

জামালপুর-শেরপুর রুটে অটোরিকশায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

জামালপুর-শেরপুর রুটে চলছে সিএনজিচালিত অটোরিকশার ভাড়ার নৈরাজ্য। ৪০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা করে। এতে করে ঈদে কর্মস্থলে ফেরা মানুষ ভোগান্তি পোহাতে হতে হচ্ছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর-শেরপুরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এ রুট। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় যাতায়াত সহজতর হওয়ায় শেরপুরের অনেক যাত্রী এ রুটে চলাচল করে। এজন্য ব্রিজের দক্ষিণে জামালপুর অংশে গড়ে তোলা হয়েছে অস্থায়ী সিএনজিচালিত অটো স্ট্যান্ড। যেখানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শতাধিক অটোরিকশা দাঁড়িয়ে থাকে। ঈদ কিংবা যে কোনো উৎসবে এ সংখ্যা বেড়ে যায়। যে কোনো উৎসবে চলে এ স্ট্যান্ডে ভাড়া বাড়ানোর প্রতিযোগিতা। এবারও তার ব্যতিক্রম নয়। প্রশাসনের নিষেধ্যজ্ঞা থাকা সত্বেও ৪০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা করে।  যাত্রীদের কোন উপায় না পেয়ে নিরুপায় মেনে নিতে হচ্ছে।

একাধিক যাত্রীরা যানায়, এখানকার চালকরা যাত্রীদের সঙ্গে হরহামেশাই দুর্ব্যবহার করেন। এরা ঈদ কিংবা যে কোন উৎসবে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করে। তারা জামালপুর থেকে শেরপুর যাবেন অথচ তাদের কাছে ভাড়া চাওয়া হচ্ছে ১০০ টাকা করে। প্রতিবাদ করায় তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ঈদে কেউ যেনো ভাড়া না বাড়ায় সেদিকে চালকদের প্রশাসন পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া রয়েছে। এ বিষয়ে কোনো যাত্রীকে হয়রানি করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত