শুক্রবার, নভেম্বর ২২

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাড়িঘর ও দোকানে হামলা, আহত-১০

শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা গ্রামে দুইদল কিশোরের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ২৪টি বাড়িঘর ও ২টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন।

এরমধ্যে রোমান (৩৫) ও সরুফা (৪০) নামে দুইজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় চৈতনখিলা পশ্চিমপাড়া গ্রামে ২৬টি পরিবারের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে। ঈদের দিনেও আনন্দ তো দূরের কথা পরিবারগুলোর কেটেছে চরম হতাশায় মধ্য দিয়ে। তাদের সবকিছুই তছনছ হয়ে যাওয়ায় আগামী দিনে তারা কিভাবে চলবেন এসব ভেবে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থরা জানান, দুই দল কিশোর বয়সের ছেলেদের ক্রিকেট খেলা নিয়ে হাতাহাতির ঘটনার জেরে শেরপুর সদরের সদর উপজেলার চৈতনখিলা দক্ষিন পাড়া এলাকার প্রায় দুইশতাধিক লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে চৈতনখিলা পশ্চিমপাড়া গ্রামে বুধবার বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত দুই দফা হামলা চালায়। পাকুড়িয়া ইউনিয়ন পরিষদর সদস্য হারুনের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে চৈতনখিলা পশ্চিমপাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন অভিযোগ করেছেন। হামলায় কমপক্ষে ২৪ ঘরবাড়ি ও ২টি দোকান রাম দা দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্থ করা হয়েছে। একই সময়ে ওই সব বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা অভিযোগ করেছেন। হামলাকারীদের ভাঙচুর ও লুটপাটের সময় প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এরমধ্যে দুইজন শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দর আলী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। যে ঘটনা ঘটছে এইটা এই যুগে সবধরনের বর্বরতাকে হার মানিয়েছে। এই ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি।

অভিযুক্ত ইউপি সদস্য হরুণ গংদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ।

শেরপুর সদর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত