শনিবার, নভেম্বর ২৩

হাটহাজারীতে বজ্রপাতে দুধের গাভি হারিয়ে দিশেহারা কৃষক

চট্টগ্রামের  হাটহাজারীতে বজ্রপাতে দরিদ্র এক কৃষকের একটি দুধের গাভী মারা গেছে।
শুক্রবার (০৩ মে) বেলা সাড়ে ১১ টার দিকে হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া
 ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজগর আলী ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক দোস্ত মোহাম্মদ জানান, শুক্রবার ভোর রাতে গরুটি গোয়াল ঘরে বাধা ছিলো। সকালে ফজরের আজানের সময় বৃষ্টিসহ বজ্রপাতের সময় গোয়াল ঘরের পাশের একটি গাছে  বজ্রপাত হলে ঘরে থাকা গরুটি মারা যায় । এতে আমার ১ লাখ ২০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। ওই গাভি থেকে দৈনিক ৫/৬ লিটার দুধ পেতেন বলেও জানান তিনি । আর সে দুধের টাকায় তার স্ত্রী ছোট ছোট ৪ সন্তানসহ ছয় জনের সংসারটি চলতো। এখন কিভাবে এ সংসার চলবে সে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক।
সংশ্লিষ্ট ইউপি মেম্বার ছগির আহম্মদ বলেন, ক্ষতিগ্রস্ত ওই কৃষক খুবই দরিদ্র। গরুটিও অন্যের কাছ থেকে বর্গা নিয়ে লালনপালন করছিলেন তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সূজন কানুনগো শুক্রবার দুপুর ১ টার দিকে বলেন, খবরটি শুনেছি। আমার কার্যালয় থেকে লোক পাঠিয়ে খবর নিয়ে দেখছি।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version