শনিবার, নভেম্বর ২৩

হাটহাজারীতে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা।

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পরই চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাচনী প্রচার প্রচারণা অনেকটাই জমে উঠছে। আগামী ২১ মে  হাটহাজারী  অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন।
 বৃহস্পতিবার (২ মে) নির্বাচনের প্রতীক বরাদ্দের পরপরই প্রচারে নামেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ, পোস্টার টানানোর পাশাপাশি  চলছে যোগ্যতার যাচাই-বাছাইয়ে মত বিনিময়।   বৃহস্পতিবার প্রচারণা শুরুর মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ের জনগণের সঙ্গে কুশল বিনিময়ের মধ্যদিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিন চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা।
হাটহাজারীতে বিএনপির প্রতিদ্বন্দ্বী না থাকলেও আওয়ামী লীগ, যুবলীগের তিন  নেতার মধ্যেই হাটহাজারী  উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের জন্য ব্যতিক্রমী জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে।
এছাড়াও জমে উঠেছে ভাইস চেয়ারম্যান পদে চারজন  ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর নির্বাচনী প্রচারণা।
হাটহাজারী  উপজেলা চেয়ারম্যান পদে যে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বর্তমান হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, আনারস মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী, ঘোড়া মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান।
তীব্র গরম উপেক্ষা করে  এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা আর দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, তেমনিভাবে একই কৌশল নিয়ে ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে  চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, চশমা মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, বৈদ্যুতিক বাল্ব মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সদস্য এম,এ খালেদ চৌধুরী, তালা মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাষ্টার অশোক কুমার নাথ,  টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার আশরাফ।
মহিলা ভাইস চেয়ারম্যানে প্রার্থীরা হলেন, কলস প্রতীক মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, প্রজাপতি মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিবি ফাতেমা শিল্পী, ফুটবল প্রতীক মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন   সাজেদা বেগম, হাসঁ মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোছা: শারমিন আক্তার।
হাটহাজারী উপজেলা পরিষদ  নির্বাচনে তিনটি পদের বিপরীতে ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচনী অফিস সূত্রে জানা যায়।
হাটহাজারী উপজেলায় মোট ভোটেরের সংখ্যা ৩ লক্ষ ৫৭ হাজার ৪৪৮ জন,  যার মধ্যে পুরুষ ভোটার হলো ১লক্ষ ৭০ হাজার ৮০৫ জন আরা মহিলা ভোটার হলো ১ লক্ষ ৮৬ হাজার ৬৪৩ জন।
ইতিমধ্যেই সাধারণ জনগণের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে কে হবে উপজেলা চেয়ারম্যান  মোঃ উসমান নামের এক ব্যক্তি বলনে, আমরা এমন একজন জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান হিসেবে চাই যার  কাছে গিয়ে আমরা আমাদের দুঃখ ও কষ্টের কথা বুঝাতে পারব আর যার মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তন হবে রাস্তা ঘাটের কাজ হবে উন্নয়নের দিক দিয়ে আমাদের হাটহাজারী অনেক পিছিয়ে রয়েছে।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ পারভেজ বলেন, বর্তমান সরকারের আমলে সারা বাংলা দেশে রাস্তা ঘাটের উন্নয়ন হলেও আমাদের মির্জাপুর ইউনিয়ন অবহেলিত এখনো এখনে ধরতে গেলে রাস্তা ঘাটের উন্নয়ন হয়নি বললে চলে,  তাই আমরা এমন জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান চাই যারা সুখে দুঃখে আমাদের পাশে থাকবে হাটহাজারী উন্নয়ন কে তরান্বিত করবে।
হাটহাজারী উপজেলা পরিষদ  নির্বাচনে তিনটি পদের বিপরীতে ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচনী অফিস সূত্রে জানা যায়।
এখনো পর্যন্ত  উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version