মঙ্গলবার, জুলাই ১৫

সোহাগ হত্যার বিচার দাবিতে নওগাঁ জ্বললো মশাল, গর্জে উঠলো ছাত্র-জনতা

 

 

ঢাকার মিটফোর্ডে যুবদল নেতা কর্তৃক ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে নওগাঁয় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা।

শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে শহরের মুক্তির মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা দ্রুত সোহাগ হত্যার বিচার এবং সারাদেশে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, ঢাকায় এক ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সংগঠিত চাঁদাবাজ চক্রের নির্মম চিত্র।

বিক্ষোভে ‘চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আমার ভাই মরলো কেন, তারেক জিয়া জবাব দে’, ‘চাঁদা তুলে পল্টনে, টাকা যায় লন্ডনে’ ইত্যাদি স্লোগান ও প্ল্যাকার্ডে ক্ষোভ প্রকাশ করেন ছাত্র-জনতা।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ শাখার নেতৃবৃন্দ আরমান হোসেন, তানজিম বিন বারী ও জাহানে মোতায়েম প্রমুখ।

আরমান হোসেন বলেন, “৫ আগস্টের পর থেকে একটি রাজনৈতিক গোষ্ঠী দেশে সন্ত্রাস-চাঁদাবাজি ও নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আমরা চাঁদাবাজদের অবসান চাই এবং সোহাগ হত্যার দ্রুত বিচার দাবি করি।”

তানজিম বিন বারী বলেন, “শুধু ঢাকায় নয়, নওগাঁসহ সারাদেশে চাঁদাবাজি হচ্ছে। আমরা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি—সব চাঁদাবাজকে গ্রেপ্তার না করলে পুলিশের বিরুদ্ধেই আন্দোলনে যাবো।”

ছাত্র-জনতার এই মশাল মিছিল শহরে ব্যাপক আলোড়ন তোলে এবং চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের বার্তা দেয়।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version