শুক্রবার, নভেম্বর ২২

সেপ্টেম্বর থেকে পলিথিনের বিরুদ্ধে অভিযান: পরিবেশ উপদেষ্টা

আগামী মাস সেপ্টেম্বর থেকে পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।বুধবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘আপনি যে দোকানে যাচ্ছেন সে দোকান থেকে পলিথিন ব্যাগ কিনে আনছেন। আমি-আমরা-আপনি সবাই পলিথিন ব্যাগকে ‘না’ বলুন। পলিথিন ব্যাগ দিচ্ছেন কেন, এটা তো নিষিদ্ধ এ কথাটা বলুন। আমরাও তো হাতে করে নিয়ে আসি। মার্কেটগুলোতে গিয়ে পলিথিন ব্যাগগুলো নিয়ে এই কথাগুলো বলুন প্রথমে, সবাই ১৫ থেকে ২০ দিন এইগুলো বলুন। তারপর আমরা অভিযানে যাবো।’

পলিথিনের বিরুদ্ধে কবে থেকে অভিযান শুরু হবে-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারিখ নির্ধারিত হয়নি। কারণ এরসঙ্গে আরও কয়েকটি সংস্থা সম্পৃক্ত। এখন সবাই একটা আন্দোলনের মুডে আছে। সবাই সবার দাবি পেশ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওইদিকে ব্যস্ত আছে। তবে আগামী মাসের মধ্যেই আপনারা (সাংবাদিকরা) কার্যক্রমের শুরু দেখতে পাবেন।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version