শুক্রবার, নভেম্বর ২২

সিরাজগঞ্জে গোলচত্বরের পার্শ্বে ক্যারেট থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারী গ্রেফতার

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা সংলগ্ন গোলচত্বরের পার্শ্বে থেকে অভিনব কায়দায় ফলের ক্যারেটে থেকে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সিরাজগঞ্জ কোম্পানির অভিযানিক দল । গ্রেফতারকৃত আসামি মোঃ মিজানুর রহমান (২৭), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার খোটসিঙ্গা ইউনিয়নের একান্নপুর গ্রামের মোঃ বাবুল হোসেন ছেলে।

(৯ সেপ্টেম্বর) সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-১২, সদর কোম্পানী কমান্ডার লেঃ এম আবুল হাশেম সবুজ

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টা দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাদকদ্রব্য বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version