মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬

সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ও তাঁর স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৭৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে উ শৈ সিং ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দু‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছে দুদক। আসা‌মি‌দের বিরু‌দ্ধে দুর্নী‌তি দমন কমিশন আইন, ২০০৪- এর ২৭(১) ধারা মোতাবেক মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এবং দন্ডবিধির ১০৯ ধারায় অ‌ভি‌যোগ আনা হ‌য়ে‌ছে। এর আগে গেল ফেব্রুয়ারিতে বীর বাহাদুর উ শৈ সিং, স্ত্রী মে হ্লা প্রু ও তাদের সন্তান উ সিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। আবেদনে বলা হয়,বীর বাহাদুর উ শৈ সিংয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট উ শৈ সিং ও তাঁর পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। এ জন্য অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত