সত্য ও সাহসের পথে অবিচল এক কলমযোদ্ধা, দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন চলে গেলেন না ফেরার দেশে। বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্র জানায়, বুধবার বিকেলে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় নরওয়ে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
সাঈদুর রহমান রিমন ছিলেন অনুসন্ধানী সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র। নির্ভীক লেখনীর মাধ্যমে তিনি সমাজের নানা অসঙ্গতি ও দুর্নীতির চিত্র তুলে ধরেছেন। মৃত্যুকালে তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক বাংলাভূমি’-এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাঁর দীর্ঘ ও সমৃদ্ধ সাংবাদিকতা জীবনে তিনি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে সাহসিকতার সঙ্গে কাজ করেছেন। দৈনিক সংবাদ, ইত্তেফাক, বাংলাবাজার পত্রিকা, মানবজমিন, বাংলাদেশ প্রতিদিন, মুক্তকণ্ঠ, দেশবাংলা এবং বাংলানিউজ-এর মতো প্রতিষ্ঠানে তাঁর অনুসন্ধানী প্রতিবেদনগুলো ব্যাপক সাড়া ফেলেছিল এবং সাংবাদিকতা জগতে তাঁকে একটি স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছিল।
সাঈদুর রহমান রিমনের মৃত্যুতে কেবল একজন দক্ষ সাংবাদিকের বিদায় ঘটেনি, গণমাধ্যম জগৎ হারিয়েছে একজন অভিভাবক ও সাহসী সহযোদ্ধাকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
অনুসন্ধানী সাংবাদিকতায় তাঁর আপসহীন ভূমিকা এবং সত্য উন্মোচনের প্রচেষ্টা আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শিরোনাম
- ⭕ ফুয়াদ কাজী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক
- ⭕ পটুয়াখালীতে অবৈধভাবে খাল ভরাট : বিপাকে মৎস্যজীবীরা
- ⭕বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ সদর শাখার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ⭕ নেতিবাচক আচরণ করায় কাবা থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার
- ⭕বুয়েটের ঘটনা তদন্ত হচ্ছে : ওবায়দুল কাদের
- ⭕কম দামে গ্রাহককে গুণগত মাণসম্পন্ন পণ্য নিশ্চিত করতে হবে
- জাতীয়
সত্য ও সাহসের পথে অবিচল এক কলমযোদ্ধার আকস্মিক প্রয়াণে গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া

সর্বশেষ সংবাদ
দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।
জনপ্রিয় পোস্ট
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত