শনিবার, জুলাই ২৬

সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে এই ঘটনায় পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে জোর করে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং ১০টির মতো গাড়ি ভাঙচুর করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু কয়েক হাজার শিক্ষার্থী সচিবালয় চত্বরে ঢুকে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে এবং পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এই সংঘর্ষে শিক্ষার্থীদের ছোড়া ইট-পাটকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।
সচিবালয় থেকে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেয়। সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত