সোমবার, নভেম্বর ২৫

শেকলে বেঁধে তরুণীকে ধর্ষণ: ফের রিমান্ডে ৪ আসামি

অনলাইন ডেস্ক:   রাজধানীতে এক তরুণীকে শেকলে বেঁধে ধর্ষণের ঘটনায় করা মামলায় ৪ আসামিকে ফের দু’দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ সংক্রান্ত আদেন মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক ফারুকুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

পরে মোহাম্মদপুর থানার (নারী ও শিশু) সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক উত্তম কুমার জানান, এই চার আসামির তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা এবং আরও পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন।

শুনানিতে আসামিরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। সব পক্ষের শুনানি নিয়ে চার আসামি সান, হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুরের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, সম্প্রতি শেকলে বাঁধা অবস্থায় রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের একটি বাসায় এক তরুণী ২৫ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।

ভুক্তভোগী পরে গত ৩১ মার্চ রাতে মোহাম্মদপুর থানায় এ ঘটনায় মামলা করেন। ওই বাসায় তাকে আটকে রেখে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে মামলা করেন তিনি।

এর আগে, ওই তরুণীর চিৎকারে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তি ফোন করলে পুলিশ তরুণীকে শেকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত