মঙ্গলবার, জুলাই ৮

রাষ্ট্র মেরামতের ৩১ দফা: নওগাঁ-৫ আসনে গণসংযোগে বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নওগাঁয় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন।

গত শুক্রবার (৫ জুলাই ২০২৫) নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ও দুবলহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মহল্লা এবং হাট-বাজারে তিনি এই কর্মসূচির সূচনা করেন। এর ধারাবাহিকতায় সোমবার (৮ জুলাই ২০২৫) তিনি লখাইজানি হাট, পিরোজপুরের ইন্টিতলা বাজার, মাঝির মোড় এবং মাথা সাগর হাট এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

গণসংযোগকালে মাসুদ হাসান তুহিন জনগণের নিত্যদিনের সমস্যা ও দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। একই সঙ্গে তিনি বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা, গণতান্ত্রিক আন্দোলনের লক্ষ্য এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

মতবিনিময়কালে তিনি বলেন, “আজ বাংলাদেশের মানুষ অধিকার বঞ্চিত, নির্যাতিত এবং গণতন্ত্রহীনতার শিকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, লাগামহীন দুর্নীতি এবং মত প্রকাশের স্বাধীনতার অভাবে জাতি এক চরম সংকটে পড়েছে। এই সংকট থেকে মুক্তি পেতে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন অপরিহার্য।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের মানুষের মুক্তি ও একটি মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। জনগণের অংশগ্রহণ ছাড়া এই রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়। তাই আমরা জনগণের দোরগোড়ায় যাচ্ছি, তাদের মতামত নিয়ে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”

মাসুদ হাসান তুহিনের এই উদ্যোগকে স্থানীয় জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তারা মনে করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এমন একটি কার্যকর ও মানবিক রূপরেখা প্রয়োজন, যা জাতিকে মুক্তি দিতে পারে। তার মতো জনবান্ধব নেতার নেতৃত্বে এই কার্যক্রম আগামী দিনের জন্য আশার আলো সঞ্চার করছে বলে তারা মন্তব্য করেন।

এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক এস কে এম ইকবাল, জেলা যুবদলের সদস্য আশিক, সদর থানা কৃষক দলের সভাপতি নমিনুল হক ছানা সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত