নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ আগষ্ঠ) নোয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নং আদালেতের বিচারক নোমান মহিউদ্দিন এ রায় প্রদান করেন।
জানা গেছে, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিসেট্রট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে ওই মামলা করেন।
জেলা জজ আদালতের পিপি (ভারপ্রাপ্ত ) দেবব্রত চক্রবর্তী জানান, ২০১৫ সালে নোয়াখালী স্বুর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে চরজব্বর থানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। মামলাটি আদালতে উপস্থাপন করা হলে তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। তদন্ত শেষে পিবিআই রিপোর্ট জমা দিলে মামলাটি দায়রা জজ আদালতে চলে যায়। পরবর্তীতে এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত জেলা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) দেবব্রত চক্রবর্তী। তারেক রহমানের পক্ষে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এড. এবিএম জাকারিয়া ও কৃৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।