শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নিষিদ্ধ থাকলেও মাদারীপুরের রাজৈরে মাঠে কাগজ নিয়ে খেলা করার ‘অপরাধে’ সাত মাদ্রাসাছাত্রকে বেত্রাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। শনিবার (০৫ জুলাই) সকালে উপজেলার বাজিতপুরের ‘বাসাবাড়ি মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসা’য় এই অমানবিক ঘটনা ঘটে।
আহত সাত শিশুর বয়স ৫ থেকে ৭ বছরের মধ্যে। তাদের মধ্যে পাঁচজনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণ:
আহত শিক্ষার্থী ও তাদের স্বজনরা জানান, শনিবার সকালে মাদ্রাসার শিক্ষকরা শ্রেণিকক্ষে আসতে দেরি করায় মোস্তাকিম ফকির, মাহিম, গোলাম আব্দুল্লাহ্, সাইফুল, সুলাইমান, আব্দুল্লাহ বেপারী ও জুয়েলসহ কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসার মাঠে কাগজের টুকরো নিয়ে খেলছিল। এসময় মাদ্রাসার সহকারী শিক্ষক শাকিল মোল্লা হঠাৎ সেখানে উপস্থিত হন। তিনি শিশুদের খেলাধুলা করতে দেখে ক্ষিপ্ত হয়ে সবাইকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে বেত দিয়ে বেধড়ক পেটান।
শিশুদের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত শিক্ষক শাকিল মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত শিশুদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।
অভিযুক্ত ও কর্তৃপক্ষের বক্তব্য:
ঘটনার বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত শিক্ষক শাকিল মোল্লা সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, “শিশুদের খেলা দেখে হঠাৎ রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এজন্যই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি এর জন্য দুঃখিত।” তবে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “মাদ্রাসা থেকে চলে আসার পর ওই শিশুদের আত্মীয়-স্বজনরা আমার ওপর হামলা চালায় এবং আমাকেও মারধর করে।”
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাফেজ আব্দুল হালিম বলেন, “মারধরের সময় আমি মাদ্রাসায় ছিলাম না। খবর পেয়ে এসে দেখি অভিযুক্ত শিক্ষক চলে গেছে। আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটিতে দুটি বিভাগে প্রায় ৩০ জন শিক্ষার্থী পড়ালেখা করে। অভিযুক্ত শিক্ষক শাকিল মোল্লা মাত্র এক সপ্তাহ আগে এই মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন।
শিরোনাম
- ⭕ ফুয়াদ কাজী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক
- ⭕ পটুয়াখালীতে অবৈধভাবে খাল ভরাট : বিপাকে মৎস্যজীবীরা
- ⭕বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ সদর শাখার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ⭕ নেতিবাচক আচরণ করায় কাবা থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার
- ⭕বুয়েটের ঘটনা তদন্ত হচ্ছে : ওবায়দুল কাদের
- ⭕কম দামে গ্রাহককে গুণগত মাণসম্পন্ন পণ্য নিশ্চিত করতে হবে
- সারাদেশ
রাজৈরে ৭ মাদ্রাসাছাত্রকে বেত্রাঘাত, ৫ জন হাসপাতালে ভর্তি

সর্বশেষ সংবাদ
দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।
জনপ্রিয় পোস্ট
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত