সোমবার, জুলাই ৭

মাদারীপুর মডেল মসজিদ উদ্বোধন ও নতুন ইমাম নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

নির্মাণকাজ শেষ হওয়ার দীর্ঘদিন পরেও মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি উদ্বোধন না হওয়ায় এবং এতে ইমামসহ অন্যান্য কর্মচারী নিয়োগ না দেওয়ায় সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

সোমবার ( ৭ জুলাই ) সকালে জেলা সদর মডেল মসজিদের নিচতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মুসল্লিদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন বাস-মালিক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি কে এম তোফাজ্জল হোসেন ছান্টু। তিনি বলেন, “মডেল মসজিদের নির্মাণকাজ অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু অদৃশ্য কারণে এটি এখনো উদ্বোধন করা হয়নি। ফলে মুসল্লিদের পুরনো টিনের ঘরেই নামাজ আদায় করতে হচ্ছে। এতে দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরাসহ সবাইকেই চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। “সংবাদ সম্মেলনে বর্তমান ইমামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে তাকে অপসারণের দাবিও জানানো হয়।

বক্তারা বলেন, বর্তমান ইমামকে সরিয়ে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একজন যোগ্য নতুন ইমাম নিয়োগ দেওয়া হোক।
এ সময় মুসল্লিরা কর্তৃপক্ষের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন:

১. অবিলম্বে জেলা মডেল মসজিদটি উদ্বোধন করে নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া।
২. বর্তমান ইমামকে অপসারণ করে নতুন ও যোগ্য ইমাম নিয়োগ দেওয়া।
৩. মসজিদে মুয়াজ্জিন, খাদেম এবং নৈশপ্রহরী পদে নতুন জনবল নিয়োগ দেওয়া।

বক্তারা দ্রুততম সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফিরোজ শিকদার, রাজন মাহমুদ, সাবেক নাজির গোলাম মোস্তফা, সাহাবদ্দিন আহমেদ লিটন, ওবাইদুল হক বাদলসহ জেলার বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version