মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার প্রার্থী পাভেলুর রহমান শফিক খানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনসহ হুমকি ধামকির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে আনারস মার্কার প্রার্থী আসিবুর রহমান খান।
রবিবার সকালে আসিবুর রহমান খান এর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সামনে অভিযোগ তুলে ধরেন।
এ সময় আসিবুর রহমান খান বলেন, শফিক খানের সমর্থকরা আমার সভা সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি, আমার নেতা কর্মীদের এবং হিন্দু ভোটারদে ভয় ভীতি বাদর্শন, টাকার প্রলোভেন, এমনকি আমাদের কর্মীদের শারীরিক নির্যাতন ও কোপানো হয়েছে। পোষ্টার ছেল সুতলি দিয়ে টানানো পোমারের সুতা ছিড়ে পোষ্টার ফেলে দেয়া এবং দুইজন সরকারি কর্মচারী শফিক খানের মো সাইকেল প্রতিকের নির্বাচনী কার্যক্রমে অংশ নেয়া ইত্যাদি। তারা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লংঘণ করে চলেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলায় কর্মরত উপ-সহকারী মোঃ হেমায়েত হোসেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী শফিক খানের পক্ষে প্রচার কাজে অংশগ্রহণ করছে। তার সাথে বিভিন্ন সমাবেশ করছে এবং তার নিজ নামের ফেইসবুকে স্টেটাস দিচ্ছে।
একইভাবে শরীয়তপুরে কর্মরত সমাজ সেবা অধিদপ্তরে উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য সরকারি পাড়িযোগে মাদারীপুর সদর উপজেলায় তার নিজ বাড়ি কেন্দুয়া বিভিন্নস্থানে নির্বাচনী সভা সমাবেশে যোগ দিচ্ছে। যা আচরণবিধি। লংঘন।
মাদারীপুর পৌর সভার মেয়র খালিদ হোসেন ইয়াদ সরকারি গাড়ি ব্যবহার করে শফিক খানের পক্ষে নির্বাচনী প্রচারণার কাজে অংশ নিচ্ছে এটাও আচরণ বিধি লংঘন।
কেন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশে আমার কর্মী মানিক ও তার সহযোগীকে আক্রমন ও রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।