মাদারীপুরের ওয়ালটন প্লাজা পুরাতন বাসস্ট্যান্ড ও ওয়ালটন প্লাজা মাদারীপুর এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এতে ব্লাড গ্রুপ পরিক্ষা ও ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ) বিকেলে লেকপাড় স্বাধীনতা অঙ্গন তারুন্যোর উৎসব ২০২৫ মেলায় এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার চীফ ডিভিশন অফিসার জনাব আল মাহ্ফুজ খান, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোঃ শাহানুর আলম, রিজিওনাল সেলস ম্যানেজার লালু কুন্ড ও রিজিওনাল ক্রেডিট ম্যানেজার শিমান্ত শিকদার এছাড়াও
ওয়ালটন প্লাজার মাদারীপুর ম্যানেজার আঃ খালেক ও পুরাতন বাসস্টান্ড প্লাজার ম্যানেজার ইব্রাহিম হাসান, শিবচর ম্যানেজার ওমর ফারুক,পাচ্চর ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেনসহ ওয়ালটন প্লাজার অন্যান্য সহকর্মিরা।

চিকিৎসাসেবা দেন মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সালমান চৌধুরী ।