বৃহস্পতিবার, এপ্রিল ৩

মাদারীপুরে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদারীপুরের ওয়ালটন প্লাজা পুরাতন বাসস্ট‌্যান্ড ও ওয়ালটন প্লাজা মাদারীপুর  এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এতে ব্লাড গ্রুপ পরিক্ষা ও ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি )  বিকেলে লেকপাড় স্বাধীনতা অঙ্গন তারুন‌্যোর উৎসব ২০২৫ মেলায় এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার চীফ ডিভিশন অফিসার জনাব আল মাহ্ফুজ খান, ডিভিশনাল ক্রেডিট ম‌্যানেজার মোঃ শাহানুর আলম, রিজিওনাল সেলস ম‌্যানেজার লালু কুন্ড ও  রিজিওনাল ক্রেডিট ম‌্যানেজার  শিমান্ত শিকদার এছাড়াও

ওয়ালটন প্লাজার মাদারীপুর ম‌্যানেজার আঃ খালেক ও পুরাতন বাসস্টান্ড প্লাজার ম‌্যানেজার ইব্রাহিম হাসান, শিবচর ম‌্যানেজার ওমর ফারুক,পাচ্চর ম‌্যানেজার  মোঃ তোফাজ্জল হোসেনসহ  ওয়ালটন প্লাজার অন‌্যান‌্য সহকর্মিরা।

 

চিকিৎসাসেবা দেন মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সালমান চৌধুরী ।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সালমান চৌধুরী   বলেন,ওয়ালটন প্লাজার আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগদান করতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছে। এখানে রোগীদের সেবা প্রধানে আমি যেন গুরুত্বভাবে সেবা দিতে পারি এই আসা ব‌্যাক্ত করি।
চিকিৎসাসেবা নিতে আসা আবু বেপারী, জাকিয়া সুলতান ও আব্দুস সালাম বলেন,  মাদারীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা পেয়েছি। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ওয়ালটন পরিবারের কাছে। এমন উদ্যোগ যেন অব্যাহত থাকে, কর্তৃপক্ষের কাছে এটা আমাদের প্রত্যাশা।

 

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত