শুক্রবার, নভেম্বর ২২

বিয়ের মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের

নোয়াখালী প্রতিনিধি:   দুই মাস আগে আবুধাবী থেকে এসেছিলেন আনোয়ার হোসেন অনিক (২২)। এসেই পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করেন। এখনও হাতে বিয়ের মেহেদির রং শুকায়নি। তার আগেই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারান সদ্য বিবাহিত প্রবাসী এই তরুণ। এ সময় আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়।

নিহত আনোয়ার হোসেন অনিক কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগদানন্দ গ্রামের মাজারুল হক মন্টু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যার দিকে নোয়াখালীর জেলা শহরের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে বন্ধুদের ইফতার পার্টিতে যোগ দিতে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি থেকে জেলা শহর মাইজদীতে আসেন অনিক। সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের প্রধান সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনিক গুরুত্বর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মন্টু মিয়া জানান, অনিক ২ মাস আগে বিয়ে করে। সে আবুধাবি প্রবাসী ছিল। আসরের নামাজের পর বাড়ি থেকে বের হয় সে। আমাকে বলেছিল বন্ধুদের একটা ইফতার পার্টি আছে জেলা শহরে। ঠিক ইফতারের সময় একটি নম্বর থেকে আমার মুঠোফোনে কল দিয়ে জানানো হয় অনিক ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। হাসপাতালে এসে জানতে পারি আমার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, সন্ধ্যার দিকে সড়ক দুর্ঘটনার শিকার দুই ব্যাক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। অভিযোগ পেলে আনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version