বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে একটি “নব্য অপশক্তি” সামাজিক যোগাযোগ মাধ্যমে অকথ্য ভাষায় অপপ্রচার চালাচ্ছে এবং সারাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী।
সোমবার (১৩ জুলাই) বিকেলে দেবীদ্বার ‘শহীদ জিয়া অডিটোরিয়ামে’ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী বলেন, “বাচ্চাদের নিয়ে একটি নতুন দল প্রতিষ্ঠা হয়েছে। তারা লাগাম ছাড়া কথা বলে। আওয়ামী ফ্যাসিস্টরা যা করতে সাহস পায়নি, অথচ এই নব্য অপশক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং তারেক জিয়ার বিরুদ্ধে উলঙ্গভাবে, অকথ্য ভাষায় অপপ্রচারনায় নেমেছে।” তিনি আরও বলেন, “সেই অপশক্তি দেবীদ্বার এবং মুরাদনগরে বেশি তৎপরতা চালাচ্ছে। তারা শুধু দেবীদ্বার, মুরাদনগরই নয়, সারা দেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে। তাদের কমিটিগুলোতে আওয়ামী লীগকে ঢুকাচ্ছে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপিকে নিঃশেষ করার চেষ্টা করেছিল, কিন্তু বিএনপি তার শক্তি-সামর্থ্য-আদর্শ নিয়ে টিকে আছে। অথচ আওয়ামী লীগ আজ দলবল নিয়ে পালিয়েছে।”
নতুন সরকার প্রসঙ্গে তিনি বলেন, “২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছি। নতুন সরকার ক্ষমতায় আসায় আমরা আশাবাদী ছিলাম যে তারা মানুষের কাঙ্ক্ষিত অধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে। কিন্তু এখন দেখছি, সেটিও পুরোনো পথে হাঁটছে।”
কুমিল্লা (উঃ) জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগমের সভাপতিত্বে এবং উত্তর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক নারগিস আক্তারের সঞ্চালনায় কর্মী সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা (উঃ) জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের উপদেষ্টা অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন ডলি, সহ-সভাপতি আইরিন সরকার ও হাসিনা ভুইয়া।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা (উঃ) জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক খালেদা আক্তার শিল্পী, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী তাহমিনা আক্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বিউটি আক্তার প্রমুখ।