শুক্রবার, নভেম্বর ২২

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ফের খুলে দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দিয়ে চার ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে।

রবিবার (২৫ আগস্ট) রাতে এমন তথ্য নিশ্চিত করেছে বিদ্যুৎকেন্দ্রটির কর্তৃপক্ষ। এর আগে আজ সকাল ৮টা ১০ মিনিট থেকে জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দিয়ে ছয় ইঞ্চি করে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। দুপুর ২টা পর্যন্ত একটানা পানি ছাড়া হয়।

আজ বিকেল ৫টার দিকে কাপ্তাই লেকে পানির লেভেল বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

তবে এই পানি ছাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানান পিডিবি কর্তৃপক্ষ।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত